রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ১০:০৫:২৯

স্বাধীনতাবিরোধী জামায়াতকে নিষিদ্ধ করতে হবে

স্বাধীনতাবিরোধী জামায়াতকে নিষিদ্ধ করতে হবে

নিউজ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি নিয়ে আলাদা অধ্যায় রাখার দাবি জানিয়েছে ‘বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন আন্দোলন’। শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ‘২০২২ সালের ৪ নভেম্বর সংবিধান প্রণয়ের ৫০ বছর পূর্তি। বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির সামগ্রিক বাস্তবায়নে ৫০ বছর পূর্তির আগেই রাষ্ট্রের দৃশ্যমান পদক্ষেপ চাই। বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির সামগ্রিক বাস্তবায়ন মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের ঐতিহাসিক দায়িত্ব। এছাড়া রাজনীতিতে ধর্মের অপব্যবহার রোধ, স্বাধীনতাবিরোধী জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। সংস্কৃতিতে চার মূলনীতির প্রয়োগে সরকারী পৃষ্ঠপোষকতা আজ আরও জরুরি হয়ে পড়েছে।’

সমাবেশে বক্তারা বলেন, ‘সরকার কারিকুলাম সংশোধন করছে। সংশোধিত কারিকুলামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে সংবিধানের চার মূলনীতি নিয়ে আলাদা অধ্যায় যুক্ত করতে হবে। যে চার নীতি বাস্তবায়নে দেশ স্বাধীন হয়েছে সে বিষয়ে শিক্ষার্থীদের স্পষ্ট ধারনা থাকা প্রয়োজন।

‘বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন আন্দোলন’ এর আহ্বায়ক সাংবাদিক ও সংস্কৃতিকর্মী হাসান আহমেদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, সংগঠেনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হামজা রহমান অন্তর, সংগঠনের সদস্য জাফর ইকবাল প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে