রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ০৩:৩৯:২৪

উত্তর-পূর্বাঞ্চলে দেখে বোঝার উপায় নেই সকাল নাকি সন্ধ্যা

উত্তর-পূর্বাঞ্চলে দেখে বোঝার উপায় নেই সকাল নাকি সন্ধ্যা

নিউজ ডেস্ক : দেশজুড়ে কয়েক দিনে আবারও বেড়েছে শীতের তীব্রতা। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। আবহাওয়া অফিসের তথ্য মতে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ।

উত্তর-পূর্বাঞ্চলে দেখে বোঝার উপায় নেই সকাল নাকি সন্ধ্যা। চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন। মাঘের শীতে বিপর্যস্ত জীবন। দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র ঠান্ডায় কাজে বের হতে না পারা খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

কিছুটা উত্তাপ পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূল মানুষের। গত কয়েক দিনে প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে শিশু আর বৃদ্ধই বেশি। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, শীত থাকবে আরও দুই তিন দিন।

রাজশাহীর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক এ এফ এম গাউসুজ্জামান বলেন, ঘন কুয়াশার সঙ্গে মেঘও রয়েছে। এ জন্য সূর্যের দেখা মিলছে না। মেঘ কেটে গেলে সূর্যের দেখা মিলবে। তখন তাপমাত্রা বাড়বে। কুড়িগ্রামে, পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতেও শীত জেঁকে বসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে