বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ০৯:০৯:৫৯

সবাইকে আগে দিয়ে তারপর আমরা ভ্যাকসিন নেব: স্বাস্থ্যমন্ত্রী

 সবাইকে আগে দিয়ে তারপর আমরা ভ্যাকসিন নেব: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রতিক্রিয়া দেন বা সমালোচনা করেন তাদের আগে ভ্যাকসিন দেব। বুধবার বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় প্রথম পাঁচজনকে টিকাদান কার্যক্রম প্রত্যক্ষ করেন তিনি।

মন্ত্রী বলেন, অনেকে ভ্যাকসিন নিয়ে অনেক সন্দেহ করেছেন, অনেক কথা বলেছেন। বিরূপ প্রচারও অনেকে করেছেন। আমরা তাদের ভ্যাকসিন দেব। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তাদেরও ভ্যাকসিন দেব। আমরা চাই তারা সুস্থ থাকুক এবং সমালোচনা করুক। এজন্য তাদের আগে ভ্যাকসিন দিয়ে তারপর আমরা নেব।

তিনি আরও বলেন, আমরা ভ্যাকসিন নেবো। সবাইকে আগে দিয়ে নিই, তারপর।  আমাদের কাছে অনেক মন্ত্রী-এমপি, উচ্চপদস্থ কর্মকর্তারা ইচ্ছা পোষণ করেছেন। আশা করছি তারা সে সময় ভ্যাকসিন নেবেন।

এদিকে টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও বলেছেন, আমাদের দুর্ভাগ্য কিছু কিছু মানুষ থাকে যারা সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করে। তারা মানুষকে সাহায্য করে না, উল্টো ভয়ভীতি ঢুকানোর চেষ্টা। তারা ‘সবকিছু ভালো লাগে না’ রোগে ভোগে। তারা যত সমালোচনা করেছে আমরা তত দ্রুত কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে