বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ০৩:৩৭:৩৭

টিকা নিয়ে আতঙ্ক অনেকটাই কেটে গেছে

টিকা নিয়ে আতঙ্ক অনেকটাই কেটে গেছে

নিউজ ডেস্ক : টিকা নিয়ে আতঙ্ক অনেকটাই কেটে গেছে। অ্যাপে যারা নিবন্ধন করতে পারবেন না তারা টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে পারবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আরা যারা টিকা নিয়েছেন তারা ভালো আছেন সুস্থ আছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকা কেন্দ্র পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

উৎসবমুখর পরিবেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ একযোগে রাজধানীর ৫টি হাসপাতালে দেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। এরইমধ্যে টিকা নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, স্বাস্থ্যসচিব আবদুল মান্নানসহ স্বনামধন্য বেশ কয়েকজন চিকিৎসক। দ্বিতীয় দিনে স্বাস্থ্যকর্মীসহ মোট ৫৬০ জনের টিকা নেওয়ার কথা রয়েছে।

দেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধনের পরদিন দেশের ৫ হাসপাতালে একযোগে শুরু হয় এ কার্যক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকাদান কেন্দ্রে সকাল নয়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রথম নিজে টিকা নিয়ে শুরু করেন দিনের কার্যক্রম।

এখানে মোট আটটি বুথে প্রতিটিতে দুটি করে টেবিল রাখা হয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে ভ্যাকসিন বুথে গিয়ে টিকা নেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঘণ্টা যেতে না যেতেই যেন উপচেপড়া ভিড় দেখা যায়। টিকা কেন্দ্র যেন উৎসবের কেন্দ্রে পরিণত হয়। দিনের শুরুতে নির্ধারিত ২০০ জনের কোটা পূরণ না হলেও কিছুক্ষণের মধ্যে তালিকা ছাড়িয়ে যায় লক্ষ্যমাত্রায়।

ফ্রন্টলাইনার হিসেবে এ কর্মসূচিতে অংশ নিয়ে স্বস্তির কথা জানিয়ে জনসাধারণকে আশ্বস্ত করেন তারা। প্রথম দফাতেই করোনার টিকা নিতে পেরে প্রতিক্রিয়া জানান তারা। উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, কোনো ধরনের ব্যথা বা চুলকানি নেই। কোনো ধরনের সমস্যা নেই।

১১টা নাগাদ মন্ত্রিপরিষদের প্রথম কোনো সদস্য হিসেবে টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী। পলক বলেন, টিকা কার্যকম সঠিক ও সুন্দরভাবে করা হচ্ছে, সেটা নিয়ে মিথ্যা গুজব সৃষ্টি করে, দেশের মানুষকে বিভ্রান্ত না করে তার জন্য অনরোধ করছি। মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে, মন্ত্রী হিসেবে ও রাজনৈতিক কর্মী হিসেবে এ টিকাটি গ্রহণ করে সবাইকে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে চাই।  বিএসএমএমইউতে এ তালিকায় আরও ছিলেন স্বাস্থ্যসচিব ও তথ্যসচিব।

টিকা কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরইমধ্য টিকা নিয়ে জনমনে শঙ্কা অনেকটাই কেটে গেছে। অ্যাপে নিবন্ধন না করলেও কেন্দ্রে গিয়ে নিবন্ধিত হওয়ার সুযোগ থাকবে বলেও জানান তিনি। জাহিদ মালেক বলেন, যারা টিকা নিয়েছেন তারা সবাই ভালো আছেন। কোনো রকমের অসুবিধা দেখা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে