বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:২৯:৪৪

ছেঁড়া গামছায় মোড়ানো একদিনের কন্যাশিশুটি পড়ে ছিল খাঁড়িতে

ছেঁড়া গামছায় মোড়ানো একদিনের কন্যাশিশুটি পড়ে ছিল খাঁড়িতে

চাঁপাইনবাবগঞ্জ থেকে : ছেঁড়া গামছা দিয়ে মোড়ানো অবস্থায় খাঁড়িতে পড়ে ছিল একদিনের ফুটফুটে কন্যাশিশু। ছিল না পাশে কেউ। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী হাসিনা বেগম ছাগলের জন্য ঘাস কাটতে যাওয়ার পথে খামাড়বাড়ি ও গোপিনাথপুর গ্রামসংলগ্ন খাঁড়িতে ওই শিশুটিকে দেখতে পান।

নবজাতকটিকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় হাসিনা বেগম। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নবজাতকটিকে দেখতে ভিড় জমায়। নবজাতকটি কার সন্তান জানা নেই কারোই। পরে স্থানীয়রা নবজাতকটির খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানকে অবহিত করেন। ইউএনওর পরামর্শে স্বানীয় ইউপি সদস্য মুকসেদুল হকসহ অন্যরা নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে নবজাতকটিকে রাখার নির্দেশনা দেন। কর্তব্যরত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন জানান, পরিচয়হীন নবজাতকটি সুস্থ রয়েছে। এর মধ্যে নবজাতকটিকে নেওয়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে