বুধবার, ০৩ মার্চ, ২০২১, ১২:২১:০৫

টিকা না নিলে হজের অনুমতি দেবে না সৌদি আরব

টিকা না নিলে হজের অনুমতি দেবে না সৌদি আরব

নিউজ ডেস্ক : হজযাত্রীদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ হাজিদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যারা করোনা ভাইরাসের টিকা নেবেন না, তারা হজ পালন করার অনুমতি পাবেন না।  

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যারা ২০২১ সালে হজ পালন করতে চান তাদের টিকা নিতে হবে। কারণ এটি মানবজাতির জন্য যেমন উত্তম, তেমনি অন্য হজ পালনকারীদের করোনা সংক্রমিত হওয়া থেকে রক্ষা করবে। এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের জন্যও করোনা ভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল। সূত্র : আরব নিউজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে