বুধবার, ০৩ মার্চ, ২০২১, ০৪:৪২:২৩

নজরে পশ্চিমবঙ্গ ভোট, এবার ওড়াকান্দির মতুয়া ধামে নরেন্দ্র মোদি

নজরে পশ্চিমবঙ্গ ভোট, এবার ওড়াকান্দির মতুয়া ধামে নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির নজরে রাজ্যের মতুয়া ভোট। সেদিকে লক্ষ্য রেখে গোটা বিষয়টি তদারকি করছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার এপার বাংলা শুধু নয়, একেবারে শিকড়ে পৌঁছনোর চেষ্টা করছে বিজেপি। মার্চে গোপালগঞ্জের ওড়াকান্দির মতুয়া ধাম সফরে আসছেন নরেন্দ্র মোদি।

দিল্লীর সাউট ব্লক সূত্রে খবর, আগামী ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী। ওই সফরসূচিতেই রাখা হয়েছে গোপালগঞ্জের ওড়াকান্দি। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে এসপিজি। এছাড়াও বঙ্গবন্ধু মুজিবুর রহমানে জন্মভিটে, বাঘাযতীনের পৈতৃক ভিটেতে যাবেন মোদি। ওই সরকারি কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রী যাবেন মতুয়া ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে। সেখানে মতুয়া গুরুদেবের সৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে থাকছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও।

পশ্চিমবঙ্গের একাধিক বিধানসভায় নির্ণায়ক ভূমিকা নিতে পারে মতুয়া ভোট। পাশাপাশি ভারতের মতুয়াদের সব আবেগ জড়িয়ে রয়েছে ওড়াকান্দি গ্রামে। সেখানেই মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান। তাই দুই বাংলা শুধু নয়, গোটা বিশ্বের ৫ কোটি মতুয়াকেও একটা বার্তা দিতে এই সফর বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে দেখতে ভারতের প্রধানমন্ত্রীর মতুয়া ধাম যাত্রা রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণই বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে