বৃহস্পতিবার, ০৪ মার্চ, ২০২১, ১২:০১:০৫

'পাকিস্তান সিভিল সার্ভিসের লোভনীয় চাকরি ইস্তফা দিয়ে দেশের পক্ষে কাজ করেন এইচ টি ইমাম'

'পাকিস্তান সিভিল সার্ভিসের লোভনীয় চাকরি ইস্তফা দিয়ে দেশের পক্ষে কাজ করেন এইচ টি ইমাম'

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।

আজ বৃহস্পতিবার (০৪ মার্চ) এক শোকবার্তায় শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে এইচ টি ইমামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মজীবনে তিনি একজন দক্ষ, বিচক্ষণ ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসের লোভনীয় চাকরি ইস্তফা দিয়ে দেশের পক্ষে কাজ করেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে গেছেন। 

শোকবার্তায় শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সাথে গভীর সমবেদনা প্রকাশ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে