রবিবার, ০৭ মার্চ, ২০২১, ০৯:২৩:৩৬

বঙ্গবন্ধু পৃথিবীর শীর্ষ মোটিভেশনাল স্পিকার : ব্যারিস্টার সুমন

বঙ্গবন্ধু পৃথিবীর শীর্ষ মোটিভেশনাল স্পিকার : ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক : ''বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল শ্রেষ্ট বাঙালিই নয় বরং তিনি ছিলেন পৃথিবীর অন্যতম মোটিভেশনাল স্পিকার'' বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ ঐতিহাসিক ৭ ই মার্চ দিবসে বাংলাদেশ পুলিশ কলাবাগান থানা কর্তৃক আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ''আমি মাঝে মাঝে অবাক হই, আশ্চর্য হই যে আমরা যারা বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলি, এটার সঙ্গে আরেকটা কথা যোগ করে নেন – মোটিভেশনাল স্পিকার হিসেবে বঙ্গবন্ধু পৃথিবীতে শীর্ষ দু একজনের মধ্যে থাকবেন। আমার মনে হয়, মোটিভেশন করে বঙ্গবন্ধু দেশ চালিয়েছিলেন।''

সুমন বলেন, আজ ৭ মার্চ। বন্ধবন্ধুর ভাষণের ব্যাপারে তখনকার আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমি একটা কথা শুধু বলতে পারি, আমাকে ফেসবুকে ফলো করে ৪৯ লাখ মানুষ। হয়তো আমি কোনভাবে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখি এই জন্য তারা আমার কথাগুলো শোনেন। কিন্তু বাস্তবে পৃথিবীর মোটিভেশনাল স্পিকার দের মধ্যে শীর্ষ হবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ছাত্রজীবনের রাজনীতির স্মৃতিচারণ করে সুমন বলেন, সবসময় ছাত্রলীগের যতো বদনাম সব আমার শরীরে লাগতো। আমাকে যারা ছাত্রলীগের ব্যাপারে খারাপ কথা বলত আমি তাদেরকে একটা কথা বলতাম যে, তোমরা ছাত্রলীগকে দেখতে পারো না ঠিকই কিন্তু বিপদে পড়লে ছাত্রলীগকেই লাগে। আপনারা জানেন, আজ আমরা স্বল্পউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে রওনা দিয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে