বৃহস্পতিবার, ০৬ মে, ২০২১, ০৩:৩৯:৫৮

গণপরিবহন চলবে আজ থেকে

গণপরিবহন চলবে আজ থেকে

নিউজ ডেস্ক: টানা ২২ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের সব জেলায় বাস চলাচল করবে। তবে আন্ত জেলা গণপরিবহন বন্ধ থাকবে। যে জেলার বাস শুধু সেই জেলায় চলবে। বাসে চড়তে মানতে হবে বেশ কিছু বিধি-নিষেধ। বুধবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে—মাস্ক পরা ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে ওঠানো যাবে না। গাড়ির স্টাফদের মাস্ক সরবরাহ করবেন গাড়ির মালিক। গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে। দাঁড়িয়ে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। লকডাউনে মালিক-শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছেন। এ ক্ষেত্রে মালিক সমিতি বা পরিবহন কম্পানির নামের গেটপাস আদায় করা যাবে না।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সমপাদক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীসহ দেশের সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। সবাইকে তিনি মালিক সমিতির দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে