রবিবার, ১৩ জুন, ২০২১, ০১:৪৪:১৬

আগে তো প্রধানমন্ত্রীকে খুশির খবরটা জানাতে হবে: রেলমন্ত্রী

আগে তো প্রধানমন্ত্রীকে খুশির খবরটা জানাতে হবে: রেলমন্ত্রী

বিয়ে করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। পাত্রী দিনাজপুরের বিরামপুরের মেয়ে শাম্মী আকতার মনি।  পেশায় তিনি আইনজীবী। সপ্তাহ খানেক আগে রাজধানীর উত্তরায় ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়।  দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

এর আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিয়ে করার অনুমতি পেয়েছিলেন রেলমন্ত্রী।  অনুমতি পেয়ে বিয়েও করে ফেলেন। তবে বিষয়টি প্রথম দিকে চেপে গিয়েছিলেন মন্ত্রী। কিন্তু কেন? 

এ বিষয়ে নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে বলেন, বিয়ে করেছি।  তা অস্বীকার করার কিছু নেই।  যা হয়েছে তা বলতে হবে।  কিন্তু গণমাধ্যমকে বিয়ের বিষয়টি প্রথমে জানাইনি।  কারণ, আগে তো প্রধানমন্ত্রীকে খুশির খবরটা জানাতে হবে।  যতক্ষণ প্রধানমন্ত্রীকে জানানো হয়নি, ততক্ষণ তাই অন্যদের কাছেও বিয়ে নিয়ে মুখ খুলিনি। 

রেলমন্ত্রী জানান, শুক্রবার প্রধানমন্ত্রীকে টেলিফোনে বিষয়টি জানান তিনি।  এখন তাই বিয়ে নিয়ে এখন আর লুকোচুরির কিছু নেই। 

সুজন বলেন, আমি চেয়েছি— প্রধানমন্ত্রীকে জানিয়ে অন্যদের জানাব।  তবে বিয়ের খবরটি যেহেতু সত্য ছিল তাই সরাসরি কখনও অস্বীকার করিনি।  বিয়ে করেছি- সেটা বলতে তো বাধা নেই। 

বিয়ের খবরের পর প্রতিক্রিয়া কি, বিষয়ে খেয়াল রাখছিলেন রেলমন্ত্রী।  তিনি বলেন, ইতোমধ্যে যখন দুই-একটা মিডিয়ায় প্রতিবেদন হয়েছে- তখন ভাবলাম-১৪ তারিখ পার্লামেন্ট আছে, তখন এ বিষয়ে কথা বলব।  কারণ, টেলিফোনে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে চাইনি।  তবে শেষ পর্যন্ত গত শুক্রবার পরিস্থিতি বিবেচনায় টেলিফোনেই জানাতে হলো।  বিয়ের ব্যাপারে রেলপথ মন্ত্রণালয়ে তার ঘনিষ্ঠ অনেকেও জানতেন না বলে তিনি জানান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে