বুধবার, ১৬ জুন, ২০২১, ০৬:১৬:৩২

ত্রাণ চাই না বাঁধ চাই’- গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে আ’লীগ এমপি

ত্রাণ চাই না বাঁধ চাই’- গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে আ’লীগ এমপি

গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন সরকার দলীয় এমপি এস এম শাহজাদা। এ সময় তার গলায় থাকা প্ল্যাকার্ডটিতে লেখা ছিল, ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই’।

জানা যায়, উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে এভাবে বক্তব্য দেন তিনি।

বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য।

পটুয়াখালী থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে তাকে। তবে উপকূলের অনেক সংসদ সদস্যকেই এ পরিস্থিতিতে পড়তে হয়েছে। এলাকাবাসী ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান।

বক্তব্য দেয়ার সময় তিনি ওই প্ল্যাকার্ডটি নিজের গলায় ঝুলিয়ে দেখান। তিনি বলেন, এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে