বুধবার, ৩০ জুন, ২০২১, ০৪:৩২:৪৮

জানা গেল লকডাউনে ব্যাংক খোলার সময়সূচী

জানা গেল লকডাউনে ব্যাংক খোলার সময়সূচী

নিউজ ডেস্ক: করোনাভাইরাস সং'ক্র'মণ রো'ধে আগামী ৭ জুলাই পর্যন্ত বিধিনি'ষেধ আরো'প করে প্রজ্ঞাপন জা'রি করেছে সরকার। এ সময় ব্যাংকিং কার্যক্রম ও লেনদেনের বিষয়ে সিদ্ধা'ন্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সিদ্ধা'ন্ত অনু'যায়ী ব্যাংকে লেনদেন হবে সকাল ১০ টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত। এতে বলা হয়েছে, ব্যাংক খোলা থাকবে প্রতিদিন বেলা ৩ টা পর্যন্ত। লেনদেন করা যাবে সকাল ১০ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত।

সার্কুলারে আরও বলা হয়েছে, স'র্বা'ত্ম'ক লকডাউনে শুক্র-শনিবারের পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে। 

করোনাভাইরাস সং'ক্র'মণ উ'দ্বে'গজ'নক হারে বে'ড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সাত দিনের ক'ঠোর বিধিনি'ষেধ আরো'প করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ প্র'জ্ঞা'পন জা'রি করা হয়েছে।

প্র'জ্ঞাপনে এই সময়ে প্রতিপালনের জন্য ২১টি নির্দে'শনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ব্যাংকিং সেবা নি'শ্চি'ত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দে'শনা জা'রি করবে।

এছাড়া এই সময়ে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জা'রি করবে। বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসং'শ্লি'ষ্ট অফিসসমূহ এ নিষে'ধা'জ্ঞার আওতা'বহির্ভূ'ত থাকবে। শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অ'নুস'রণপূর্ব'ক নিজস্ব ব্যবস্থাপনায় চা'লু থাকবে বলেও প্র'জ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে