রবিবার, ০১ আগস্ট, ২০২১, ০৫:১০:৫৪

শিল্পকারাখানা খুলে দেয়ায় ভয়ংকর পরিস্থিতির আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

শিল্পকারাখানা খুলে দেয়ায় ভয়ংকর পরিস্থিতির আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক : একদিকে করোনার ঊর্ধ্বগতি। অন্যদিকে কঠোর বিধিনিষেধ। এর মধ্যেই শিল্পকারাখানা খুলে দেয়ায় ঢাকায় ঢুকেছেন লাখ লাখ শ্রমিক। স্বাস্থ্যবিধি না মেনে এসব শ্রমিক ঢাকায় আসায় সামনের দিনগুলোতে করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে গার্মেন্টস শ্রমিকরা এক দিনের ঘোষণায় ঝুঁকি নিয়ে যেভাবে কর্মস্থলে ফিরছে, এটা আমাদের জন্য আরও ভয়ংকর পরিস্থিতি নিয়ে আসতে পারে। হঠাৎ গার্মেন্টস খোলায় যে পরিমাণ শ্রমিক ঢাকায় এসেছে, এতে করোনা সংক্রমণ কিছুটা বাড়বে।' 

আজ রবিবার দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে প্রথমবর্ষের এমবিবিএস ক্লাসের (২০২০-২১) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আশঙ্কার কথা জানান। মন্ত্রী আরো বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এক কোটি মানুষকে করোনার টিকা দেয়া হবে। ৭ তারিখ থেকে উপজেলা পর্যায়ে টিকা দেয়া হবে। এনআইডি কার্ড না থাকলেও বয়স্করা টিকা পাবেন। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। দেশে করোনা এখনও ঊর্ধ্বমুখী। তাই সবাইকেই বিধিনিষেধ মেনে চলতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে