মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ১০:৫৬:১৬

যাত্রাপথে নামাজের বিরতি বাধ্যতামূলক করে আদেশ জারি কিং ফিশার ট্রাভেলসের

যাত্রাপথে নামাজের বিরতি বাধ্যতামূলক করে আদেশ জারি কিং ফিশার ট্রাভেলসের

নামাজ পড়ার জন্য যাত্রীদের সময় দিতে হবে, সেই সঙ্গে চালক, সুপারভাইজার ও হেলপারদেরও নামাজ আদায় করতে হবে, এমনই এক আদেশ জারি করেছে কিং ফিশার ট্রাভেলস কর্তৃপক্ষ।

এই ব্যাপারে কিং ফিশার ট্রাভেলসের জেনারেল ম্যানেজার শামী ম খাঁন বলেন, যাত্রীসেবার মান উন্নয়নে ছয় মাস আগে যশোর কার্যালয়ে একটি বৈঠক হয়। বৈঠকে এমডি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। বৈঠকে বলা হয়, যাত্রীসহ গাড়ি ছাড়ার পর যেখানে নামাজের সময় হবে সেখানে নামাজের বিরতি বাধ্যতামূলক। যাত্রীসহ গাড়ির স্টাফ নামাজ আদায় করবেন। ওই বৈঠকের এ নির্দেশনা মৌখিক হলেও তা ছিল খুবই কড়াকড়ি।

তিনি বলেন, এখন সেই নিদের্শনা যেন কোনোভাবে অমান্য না হয় সেজন্য কাগজে-কলমে দেওয়া হয়েছে। তিনি বলেন, ৯ অক্টোবর থেকে এটি বাধ্যতামূলক করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে