মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১১:২৬:০৩

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন মির্জা ফখরুল

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,  এজন্য অবিলম্বে তাকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানিতে নিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এসময় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপি চেয়ারপারসনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। তিনি রাজনৈতিক বিষয় প্রাধান্য না দিয়ে চিকিৎসার জন্য অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারের কাছে দাবি জানান।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, কোনো ইমপ্রুভ নেই। গতকাল যা ছিল, আজও তা-ই আছে। তার (খালেদা জিয়া) মনোবল শক্ত আছে। ডাক্তাররা আশাবাদী। তারা খালেদা জিয়াকে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু তারা শক্ত করে জোর দিয়ে বলেছেন, এখানে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়। তাকে অ্যাডভান্স কোনো সেন্টারে পাঠানো জরুরি। সে ক্ষেত্রে তারা সাজেস্ট করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানি। আমরা আবারও বলছি, কালবিলম্ব না করে এখনই খালেদা জিয়াকে অ্যাডভান্স চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। দেশের উন্নয়ন, স্বাধীনতা, গণতন্ত্রের জন্য উনাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো জরুরি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে