সোমবার, ২০ জুন, ২০২২, ১০:৪১:০১

বন্যা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ঘুম হচ্ছে না: তথ্যমন্ত্রী

বন্যা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ঘুম হচ্ছে না: তথ্যমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বন্যা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ঘুম হচ্ছে না। রাতদিন বন্যার্তদের খোঁজ নিচ্ছেন। অথচ বিএনপি বনার্ত্যদের সহায়তায় না করে ঢাকায় বসে বাগাড়ম্বর করছে।

সোমবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বলেন, সরকার পদ্মাসেতুর উদ্বোধন করছে, কোনো উৎসব করছে না। বিএনপি চায় না পদ্মাসেতুর উদ্ধোধন হোক। এটা তাদের জন্য জ্বালা-যন্ত্রনার মতো।

দক্ষিণাঞ্চলে বন্যা হলে তখন দুর্ভোগ কমাতে পদ্মাসেতু সহায়ক হবে বলে তথ্যমন্ত্রী এ সময় উল্লেখ করেন।

তথ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এরইমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্নাত্যদের সহায়তায় সরকার সর্ব্বোচ চেষ্টা করছে। আওয়ামী লীগের কর্মীরা বন্যাক্রান্ত হয়েও রাতদিন সহায়তায় কাজ করছেন। একজন ছাত্রলীগ কর্মীও মারা গেছেন।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু করতে পারবে না। আবার বলেছিলেন বানালে সেটি জোড়াতালি দিয়ে হবে। এটি তো বিল্ডিংয়ের ছাদ না যে একবারে ঢালাই দিয়ে বানাবে। এটা ধীরে ধীরেই বানাতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে