বুধবার, ২২ জুন, ২০২২, ১০:৪৩:৪২

প্রধানমন্ত্রী যা বলেন তা করে দেখান, পদ্মা সেতু বড় প্রমাণ: স্বারাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী যা বলেন তা করে দেখান, পদ্মা সেতু বড় প্রমাণ: স্বারাষ্ট্রমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক। এই সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সৃষ্টি। এই নিয়ে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতায় পদ্মা সেতু নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী যা বলেন তা করে দেখান- পদ্মা সেতু তার বড় প্রমাণ।’ 

বুধবার (২২ জুন) বিকাল সাড়ে ৪টায় জয়পুরহাট সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত স'ন্ত্রাস, জ'ঙ্গি ও মা'দক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে দুপুরে জয়পুরহাট আসেন মন্ত্রী। দুপুর ২টায় শহীদ পুলিশ সুপার নাজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুলের নামকরণ উদ্বোধন করেন। এরপর পুলিশ লাইন্সে নবনির্মিত গৌরবময় স্বাধীনতা মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন।

সমাবেশে জয়পুরহাটে কিডনি চক্রের মূলোৎপাটনের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, ‘মা'দকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছি। যারা মা'দক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, তাদের স্বাগত জানাচ্ছি। জয়পুরহাটে কিডনি চক্র রয়েছে। তারা মানুষকে কিডনি বিক্রি করতে প্রলুব্ধ করছে। নিকটাত্মীয় কিডনি দিতে পারে। কিন্তু কিডনি কেনাবেচা হচ্ছে। কেউ যাতে কিডনি বিক্রি করতে না পারে সেই জন্য পুলিশের কড়া নজরদারি থাকবে।’

সমাবেশে  মাদ'ক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ১০ ও কিডনি চক্রের প্রতারণার শিকার পাঁচ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। স্বারাষ্ট্রমন্ত্রী তাদের হাতে নগদ টাকার খাম তুলে দেন। এই ১৫ জনকে কত টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তা জানানো হয়নি। মা'দক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আরও ৯০ ও কিডনি চক্রের মাধ্যমে প্রতারণার শিকার ১০ জনকে আর্থিক সহায়তা দিয়ে পুনর্বাসনের কথা জানিয়েছে জেলা পুলিশ।

সমাবেশে রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি গোলাম হাক্কানি, নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে