শনিবার, ৩০ জুলাই, ২০২২, ০২:১৩:০৬

ইদানীং এটা নিয়ে বেশি কথা হচ্ছে : তামিম ইকবাল

ইদানীং এটা নিয়ে বেশি কথা হচ্ছে : তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব যুগ ধীরে ধীরে শেষ হতে যাচ্ছে। তরুণদের সুযোগ দেওয়া নিয়ে চলছে জোর আলোচনা। সেই ধারাবাহিকতায় আজ থেকে জিম্বাবুয়ের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলবে সম্পূর্ণ তরুণ এক দল। যাতে কোনো সিনিয়র সদস্য নেই।

এরপরই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। এই সিরিজের দলে আছেন সিনিয়ররা। যেহেতু এটা ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তাই তরুণদের নিয়ে এবারও কি পরীক্ষা-নিরীক্ষার কথা কি ভাবছে বাংলাদেশ দল?

শুক্রবার মধ্যরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে বিমানে ওঠেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিক, মাহমুদউল্লাহ এবং তাইজুল। তামিমের কাছে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমার তো মনে হয় তরুণেরা সব সুযোগই পাচ্ছে এখন। 

একটা দলে ১৫ জন থাকে, সবাইকে তো খেলানোর সুযোগ থাকে না। আপনি যদি শেষ সিরিজেও দেখেন, তরুণেরাই খেলেছে। এই সিরিজে মুশফিক ঢুকছে, সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। '

তামিম আরও বলেন, 'আমার কাছে মনে হয় না তরুণ বা বৃদ্ধ, এটা নিয়ে ইদানীং বেশি কথা হচ্ছে। যাদের সামর্থ্য আছে, তারাই সুযোগ পাবে ১৫ জনে। সেরা একাদশই আমরা বেছে নেব। 

১৫ জনে অনেক সময় অনেক খেলার সুযোগ পায় না। এ রকম যদি সুযোগ থাকে, আমরা খেলাতে পারি, দলের জন্য ভালো হবে। কিন্তু যেটা বললাম, এটা আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক সিরিজ। পাড়ার খেলা নয়, আমি একে-ওকে খেললাম। যেই হোক, যে দলে জায়গা পাওয়ার যোগ্য, সে অবশ্যই খেলবে। '

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে