শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১২:২৭:৩৩

ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া লেগেছে, মানুষের ভাগ্য বদলে গেছে : হাছান মাহমুদ

ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া লেগেছে, মানুষের ভাগ্য বদলে গেছে : হাছান মাহমুদ

এমটি নিউজ২৪ ডেস্ক : ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের ভাগ্য বদলে গেছে।এবং শোকের মাস শেষে সেপ্টেম্বর থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে নিয়ে বিএনপির দুষ্কৃতকারীদের প্রতিহত করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

দুই দিনের সফরে রাজশাহী এসে বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৯টায় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান মন্ত্রী। মহানগর আওয়ামী লীগের আয়োজনে নগরীর আলুপট্টি এলাকার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের ভাগ্য বদলে গেছে। কিন্তু এখন রাত ১২টার পরে টিভি চ্যানেল খুললেই দেখা যায়, একশ্রেণির কথিত বুদ্ধিজীবী রাজনীতি থেকে অর্থনীতি, অর্থনীতি থেকে তেলখাত নিয়ে জাতিকে বিভ্রান্তিকর তথ্য দেয়। 

তাদের ভাষ্যমতে, করোনা পরবর্তী সময়ে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাবে। অথচ একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার তথ্য বলছে, ২০২০ সালের তুলনায় ২০২২ সালে ১ শতাংশ দারিদ্র্য বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে ৫ম এবং দক্ষিণ এশিয়ায় ১ম স্থানে রয়েছে।

হাছান মাহমুদ বলেন, এসব বুদ্ধিজীবী দেশের রিজার্ভ নিয়ে জাতিকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ দেশে তিন মাসের বেশি রিজার্ভ রয়েছে। পৃথিবীতে রিজার্ভের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৪৫ তম। বিশ্ব বাস্তবতায় বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। 

শক্তিশালী অর্থনীতির দেশ ভারতের চেয়ে দেশের বাজারে এখনও তেলের দাম ১-২ টাকা কম রয়েছে। এই সংকট বেশি দিন থাকবে না। সংকট কেটে গেলেই তেলের দাম কমে যাবে। 

এটাকে উসকে দিয়ে জাতিকে বিভ্রান্ত করে রাজপথে অগ্নিসংযোগ, হামলা করার যে ঘোষণা বিএনপির দুষ্কৃতকারীরা দিচ্ছে; তা সফল হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সব নেতাকর্মীকে রাজপথ দখলে নিয়ে সজাগ থাকতে হবে।

মতবিনিময়কালে ‘গ্রিন, ক্লিন ও হেলদি’ সিটি খ্যাত রাজশাহী নগরীর সৌন্দর্যের প্রশংসা করে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শাহিন আক্তার রেনীসহ নগর আওয়ামী লীগের নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে