সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০০:৪৭

আবারও কমে গেল সোনার দাম

আবারও কমে গেল সোনার দাম

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী থাকায় বাংলাদেশের বাজারে আবারও কমে গেল সোনার দাম। মাত্র তিন দিনের ব্যবধানে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের সোনার দাম ভরিতে কমানো হয়েছে ৯৩৩ টাকা। 

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন ঘোষণা অনুযায়ী, আজ সোমবার থেকে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮২ হাজার ৩৪৭ টাকা। 

২১ ক্যারেটের সোনার দাম ভরি নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৭ হাজার ৪১৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৮৭০ টাকা। তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে