মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৯:৪৭

জেলের জালে ৫০ কেজির পাখি মাছ, দেখতে স্থানীয়দের ভীড়

জেলের জালে ৫০ কেজির পাখি মাছ, দেখতে স্থানীয়দের ভীড়

এমটি নিউজ২৪ ডেস্ক : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আনোয়ার হোসেন মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ৫০ কেজি ওজনের একটি পাখি মাছ বা সেইল ফিস। এটির দের্ঘ্য ১০ ফুট ও প্রস্থ ১ ফুট।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের ৭০ বাম এলাকায় ধরা পড়ে মাছটি। পরে আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল নয়টায় মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 

উপকূলে এ মাছের  চাহিদা না থাকায় ব্যবসায়ী কাসেম বেপারী মাছটি ৭ হাজার টাকায় কিনে নেন। পরে মাছটিকে কেটে ছোট টুকরা টুকরা করে ঢাকায় পাঠা‌নো হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভীড় জমায় স্থানীয়রা।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, দ্রুতগামী এ সেইল ফিস সাধারণত গভীর সাগরে বিচরণ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে