শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৭:৫৫

তাকরিমের বিজয়ে সবশ্রেণির মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে কুরআনের পক্ষে উচ্ছ্বাস প্রকাশ করছে

তাকরিমের বিজয়ে সবশ্রেণির মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে কুরআনের পক্ষে উচ্ছ্বাস প্রকাশ করছে

এমটি নিউজ২৪ ডেস্ক : সৌদি আরবের পবিত্র মক্কায় ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী  হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌসসহ কলরবের সিনিয়র শিল্পীরা। 

শুক্রবার মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি মাদ্রাসায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।  এ সময় সাঈদ আহমদ, মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, সালমান সাদী, তাওহীদ জামিল ও তাহসিনুল ইসলামসহ কলরবের শিল্পীরা উপস্থিত ছিলেন।  

কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস বলেন, ক্ষুদে হাফেজ সালেহ আহমাদ তাকরিম আমাদের দেশের নামকে বিশ্ব দরবারে সমুন্নত করেছে। বিশেষ করে তার বিজয়ে সবশ্রেণির মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে কুরআনের পক্ষে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন, এটি আমাদের দেশীয় সংস্কৃতিতে এক নতুন সংযোজন।   

তিনি আরও বলেন, হাফেজ তাকরিম বিজয়ী হওয়ার মধ্য দিয়ে সবার কাছে পরিচিত হয়েছে। এখন এই পরিচিতির কারণে অনেকেই তাকে সম্মাননা দিতে চাইবে, তাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান-কর্মসূচি করবে, এসব যদি তার আগামীর পথচলায় বাধা হয়ে দাঁড়ায়, পড়াশোনায় বিঘ্নতা সৃষ্টি করে, তাহলে পুরো জাতি ভবিষ্যতে তাকরিমকে যেভাবে দেখতে চায় সেভাবে দেখতে পাবে না। 

হাফেজ সালেহ আহমাদ তাকরিমের অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ করে তিনি বলেন, মেধাবী তাকরিম আপনাদের কাছে পুরো জাতির আমানত। সে যেন যোগ্য হাফেজের পাশাপাশি যোগ্য আলেম হতে পারে, এদিকে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে