রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৩:০৪

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে: সেতুমন্ত্রী

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে: সেতুমন্ত্রী

এমটি নিউজ২৪ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে একমাত্র নেতা শেখ হাসিনা। আর সবাই কর্মী। আর এটা মনে চেতনায় ধারণ করতে পারলে আওয়ামী লীগ সত্তিকার অর্থে সুসংগঠিত ও সু-শৃংখল দল হবে। আওয়ামী লীগ একটি ঐক্যবদ্ধ ও আধুনিক দল হবে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। দীর্ঘ সাড়ে ৬ বছর পর গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালের ১২ মার্চ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের উন্নয়ন আর অর্জন যদি চান শেখ হাসিনার সৎ ও দক্ষ নের্তৃত্বের বিকল্প নেই। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তিনি (শেখ হাসিনা) ইউক্রেন-রাশিয়াসহ বিভিন্ন দেশে যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, শান্তির জন্য আবেদন করেছেন। তার শান্তি প্রতিষ্ঠার বক্তৃতা বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে। তার কণ্ঠস্বর বাংলাদেশকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নতুন কৌশল নিয়েছে, তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেন- সরকারের নাকি বিদায়ী সাইরেন বাজছে। কিন্তু বিগত ১৪ বছর ধরে তারা এ সাইরেন বাজানোর কথা বলে চলেছেন। ইনশআল্লাহ সাইরেন বাজবে না।

সবাইকে সাবধান ও সর্তক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আক্রমণকারি নয়, সংযমী হয়ে থাকতে হবে। মিটিং মিছিলে সংযত হয়ে কথা বলতে হবে। রাজপথ আমরা কাউকে ইজারা দেইনি। ভোট বেশি দুরে নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সৈয়দ-শামস-উল-আলম। এতে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম, আগামি ১২ অক্টোবর অনুষ্ঠেয় গাইবান্ধা-৫ (সাঘাটা- ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রাথী মাহমুদ হাসান প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে