মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ১২:৫৭:৩৮

ছিনতাইকারীকে ধরে থানায় হাজির তরুণী

ছিনতাইকারীকে ধরে থানায় হাজির তরুণী

এমটিনিউজ২৪ ডেস্ক : চলন্ত ভ্যান থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পরপরই ছিনতাইকারীর পিছু নেন ভুক্তভোগী এক পোশাক শ্রমিক তরুণী। বেশ কিছু দূর ধাওয়া করে অবশেষে পথচারীদের সহযোগিতায় নিজেই ধরে ফেলেন ছিনতাইকারীকে।

আজ সোমবার রাত ৮টার দিকে আশুলিয়া থানার সামনে দেখা যায় ছিনতাইকারীকে গেঞ্জি ধরে নিয়ে এসেছেন ওই তরুণী।

ভুক্তভোগী ওই তরুণীর নাম সুমাইয়া।

গ্রামের বাড়ি বরিশাল, বর্তমানে আশুলিয়াতেই সপরিবারে বসবাস করছেন। অফিস ছুটির পর বাড়ি ফেরার সময় চলন্ত ভ্যান থেকে ছিনতাইয়ের শিকার হন তিনি। সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণী সুমাইয়া আক্তার বলেন, ‘ভ্যানে যাওয়ার সময় হাতে থাকা মোবাইল ফোনটি হঠাৎ ছিনিয়ে নেয় ছিনতাইকারী। আমি সাথে সাথে ভ্যান থেকে নেমে তার পিছু নিই। অনেক দূর দৌড়ে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে ধরতে সক্ষম হই। প্রথমে অস্বীকার করলেও স্থানীয়রা মারধর করলে সে মোবাইল ছিনতাইয়ের কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে আশুলিয়া থানায় আসি। তবে আমার মোবাইল ফোনটি এখনো পাইনি। ’

আটক ছিনতাইকারী সুমন সরকার বগুড়া জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।  তার দাবি, তিনি দৌড়ানোর সময় মোবাইলটি ছুড়ে ফেলে দিয়েছেন।

সুমাইয়ার এমন সাহসিকতার প্রশংসা করে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম বলেন, ‘মেয়েটি আসলেই সাহসী। মোবাইল ছিনিয়ে নেওয়ার সাথে সাথেই তিনি ছিনতাইকারীর পেছনে দৌড় দেন।  এ সময় আমরা কয়েকজন ছিনতাইকারীকে ধরতে অংশ নিই। পরে আমরা সবাই মিলে ছিনতাইকারীকে ধরতে পেরেছি। ’

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) মিজানুর রহমান বলেন, ‘পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে