সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১১:৪০:১৯

২০ ও ২১ মার্চ শক্তিশালী ঝড়ের প্রবল সম্ভাবনা

২০ ও ২১ মার্চ শক্তিশালী ঝড়ের প্রবল সম্ভাবনা

এমটিনিউজ২৪ ডেস্ক : বুধবার মধ্যরাতের পর থেকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ১৭ মার্চ থেকে কালবৈশাখী শুরু হতে পারে। সেটি আগামী ২১ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হতে পারে। 

আগামী সপ্তাহের শুরুতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তবে ২০ ও ২১ মার্চ শক্তিশালী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বেশি থাকা ও মাটি শুষ্ক থাকার কারণে এবারে ঝড় শক্তিশালী হতে পারে।

চলতি সপ্তাহের সম্ভাব্য কালবৈশাখী ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য থেকে রংপুর ও রাজশাহী বিভাগের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এ কারণে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোতে। তবে চলতি মার্চ ও আগামী এপ্রিলে তুলনামূলক কম বৃষ্টিপাত হতে পারে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ কালের কণ্ঠকে বলেন, মার্চ মাসের ১৫ তারিখ মধ্যরাতের পর থেকে ২১ মার্চ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে আবহাওয়া সম্পর্কিত অনেকগুলো সূচক ভারত উপমহাদেশের ওপর মিলিত হয়ে প্রায় সপ্তাহব্যাপী এই বৃষ্টিপাত, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে