বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ০২:১৪:৪৭

গ্রেপ্তার হলেন সীমা অক্সিজেন প্ল্যান্টের এমডি

গ্রেপ্তার হলেন সীমা অক্সিজেন প্ল্যান্টের এমডি

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করেছে শিল্প থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলার দুই নম্বর আসামি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প থানা পুলিশ-৩ এর পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন। 

তিনি বলেন, চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকা থেকে সান্টুকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৪ মার্চ সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। বিস্ফোরণে নিহত এক শ্রমিকের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে তিন মালিকসহ ১৬ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। 

এ ছাড়া সোমবার বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ভবন মালিকও অক্সিজেন কারখানার তিন মালিককে আসামি করে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল আদালতে মামলা করেন। এদিকে, সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে কর্তৃপক্ষের অনিয়ম পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। দুর্ঘটনা এড়াতে ৯টি সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করেন কমিটির প্রধান চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান। বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ এবং আহতদের দুই লাখ করে টাকা ক্ষতিপূরণ দিয়েছেন সীমা গ্রুপের মালিকপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে