শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১১:২৪:১০

স্বপ্নের দ্বার ‘ফ্রেন্ডশিপ পাইপলাইন’ আজ উদ্বোধন

স্বপ্নের দ্বার ‘ফ্রেন্ডশিপ পাইপলাইন’ আজ উদ্বোধন

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আমদানি আজ থেকে শুরু হচ্ছে। দুই দেশের সাফল্যমণ্ডিত ও বন্ধুত্বপূর্ণ কাজের ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আসবে। এতে বাংলাদেশে ভালোবাসার নতুন দ্বার উন্মোচিত হবে।

গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ উদ্বোধন করবেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি তেলের পাইপলাইন নির্মাণে প্রায় ৩৭৭ কোটি রুপি ব্যয় হয়, যার মধ্যে বাংলাদেশ অংশে ব্যয় হয়েছে প্রায় ২৮৫ কোটি রুপি। ভারত সরকারের আর্থিক সহায়তায় এ ব্যয় বহন করা হয়। 

পাইপলাইনটি ভারতের অভ্যন্তরে রয়েছে ৫ কিলোমিটার। পাইপলাইনটির বছরে বার্ষিক ১০ লাখ টন হাই-স্পিড ডিজেল (এইচএসডি) পরিবহনের সক্ষমতা রয়েছে। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সাতটি জেলায় প্রাথমিকভাবে উচ্চ গতির ডিজেল সরবরাহ করবে।

২০১৭ সালে ভারতের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুরের মেঘনা পেট্রোলিয়াম ডিপো পর্যন্ত বিস্তৃত পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির জন্য চুক্তি হয়।

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি পাইপলাইনের নির্মাণ কাজ উদ্বোধন করেন। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে ভারতের লুমানিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) এবং বাংলাদেশের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে