সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১০:১৩:৫০

এই মুহূর্তে আমার দোয়ার প্রয়োজন: আরাভ খান

এই মুহূর্তে আমার দোয়ার প্রয়োজন: আরাভ খান

এমটিনিউজ২৪ ডেস্ক : দুবাইয়ে সোনার দোকান চালু করে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে এবং ওই চিঠি ইন্টারপোল গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এমন খবরে গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করে দুবাই থেকে সবার কাছে দোয়া চেয়েছেন আরাভ খান। ফেসবুকে এ সংক্রান্ত একটি সংবাদের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আল্লাহ আপনিই পারেন একমাত্র আমাকে এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে।’ এরপরই তিনি লেখেন, ‘বাংলা ভাষার যত মানুষ আছে আমি সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করছি। এই মুহূর্তে আমার দোয়ার প্রয়োজন।’

গত ১৫ মার্চ আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে যান জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, নায়িকা দীঘি এবং ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। এরপরই আরাভ খানের বিষয়টি তুমুল আলোচনায় আসে। 

জানা যায়, আরাভ খান ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার অন্যতম আসামি। তার প্রকৃত নাম রবিউল ইসলাম।  পুলিশ মামলার আসামি হওয়ার পর পালিয়ে ভারতে আশ্রয় নেন। সেখানে বস্তিতে থেকে ভারতীয় পাসপোর্টে ‍দুবাই চলে যান। খবর বের হয়, সাবেক একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার ছত্রছায়ায় দুবাই চলে যান আরাভ খান।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে