শুক্রবার, ১৯ মে, ২০২৩, ০৭:৩০:১৭

আজ দেশের যেসব জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে

আজ দেশের যেসব জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে

এমটিনিউজ২৪ ডেস্ক : শুক্রবার বিকেল ৪টার থেকে শনিবার ভোর ৬টার মধ্যে দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ বলেছেন, খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৯টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে; রাত ১০টা থেকে মধ্যরাত ৩টার মধ্যে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, পার্বত্যচট্টগ্রামের জেলাগুলো ও কক্সবাজার জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

এছাড়া রংপুর জেলাগুলোর উপর দিয়ে বিকেল ৪টার থেকে রাত ১২টার মধ্যে, রাজশাহী বিভাগে বিকেল ৬টা থেকে রাত ১২টার মধ্যে, ময়মনসিংহ বিভাগে সন্ধ্যা ৬টা থেকে রাত ২টার মধ্যে, সিলেট বিভাগে বিকেল ৫টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে রাত ১০টা থেকে ভোর ৪টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে