বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১২:২৩:৫১

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে, অবাধ ও সুষ্ঠুভাবে করব: ওবায়দুল কাদের

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে, অবাধ ও সুষ্ঠুভাবে করব: ওবায়দুল কাদের

এমটিনিউজ২৪ ডেস্ক : আন্দোলনের নামে যারা বাসে আগুন দেয় তাদের খবর আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। কাদের বলেন, কথা স্পষ্ট, যারা আন্দোলনের নামে বাসে আগুন দেবে, বাস ভাঙচুর করবে তাদের খবর আছে।

তিনি বলেন, আমরা বারবার বলছি আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে, অবাধ ও সুষ্ঠুভাবে করব। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, যুক্তরাষ্ট্র বলেছে নির্বাচনে বাধা দিলে ভিসা নয়। আমাদেরও একই কথা, নির্বাচনে যারা বাধা দেবে তাদের অবশ্যই প্রতিহত করা হবে।

শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে