শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৬:১২

প্লাবিত যে ৪ জেলার নিম্নাঞ্চল, যে নতুন শঙ্কা

প্লাবিত যে ৪ জেলার নিম্নাঞ্চল, যে নতুন শঙ্কা

এমটিনিউজ২৪ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত বুধবার শুরু হওয়া বৃষ্টি আজ শুক্রবার অনেক স্থানে কমে এসেছে। তবে রংপুরের বিভিন্ন অঞ্চলে শুক্রবারও ভারি বৃষ্টি হয়েছে। এতে এ অঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ভারি বৃষ্টিতে রংপুরের কোথাও কোথাও জলাবদ্ধতাও তৈরি হয়েছে বলে জানা গেছে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, রংপুর বিভাগ ও সংলগ্ন উজানে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আগামীকাল শনিবার সকাল পর্যন্ত তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। এ সময় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পানি সতর্কসীমায় (বিপৎসীমার ৫০ সেন্টিমিটারের মধ্যে) প্রবাহিত হতে পারে। এতে এই চার জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

পানির চাপ সামলাতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খোলা রাখা হয়েছে বিকেলে জানিয়েছেন পাউবো ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদীন।

তবে পানি বাড়লেও তা দীর্ঘমেয়াদি রূপ ধারণ করার তেমন আশঙ্কা নেই বলে জানিয়েছে পাউবো। শনিবার সকালের পর থেকেই আবার বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

এ বিষয়ে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান শুক্রবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘টানা বৃষ্টির কারণে আগামীকাল (শনিবার) সকাল পর্যন্ত তিস্তার পানিবৃদ্ধির প্রবণতা থাকতে পারে। তবে এরপর আবার বৃষ্টি কমতে পারে।

এতে পরিস্থিতি আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। এ ছাড়া দেশের অন্য কোনো অঞ্চলে এই মুহূর্তে বন্যা বা প্লাবিত হওয়ার কোনো শঙ্কা নেই।’ 

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবারের তুলনায় আগামীকাল শনিবার সারা দেশে বৃষ্টি অনেকটাই কমতে পারে। তবে রংপুর বিভাগে তুলনামূলক কিছুটা বেশি থাকতে পারে।  

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকাল (শনিবার) সারা দেশে বৃষ্টি অনেকটাই কমতে পারে।

রংপুর বিভাগে অপেক্ষাকৃত বেশি থাকতে পারে, তবে শুক্রবারের তুলনায় এ অঞ্চলে বৃষ্টির তীব্রতা কম থাকতে পারে। সারা দেশে কিছুদিন কম থাকার পর ১ অক্টোবর থেকে আবার বৃষ্টি বাড়তে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার রংপুর বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা আজ ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।

দেশজুড়ে ছড়িয়ে থাকা ৫১টি পর্যবেক্ষণাগারের ৪১টিতে বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরের বিভাগ রংপুরে বৃষ্টিপাত অনেকটাই বেশি ছিল। এ বিভাগে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ৬টি পর্যবেক্ষণাগারেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২২৮ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, এটি অতি ভারি বৃষ্টিপাত (৮৯ মিলিমিটার বা বেশি)। এ ছাড়া দিনাজপুরে ১০৩ মিলিমিটার ও নীলফামারীর ডিমলায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকাতে এ সময় ১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে