বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ০২:২০:৪৩

নতুন করে গ্রেফতার ইনু, আনিসুল সহ ৮ জন

নতুন করে গ্রেফতার ইনু, আনিসুল সহ ৮ জন

এমটিনিউজ২৪ ডেস্ক: আওয়ামী লীগ আমলের ৮ সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ, সেনা কর্মকর্তা ও সচিবকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। রাজধানীর কাফরুল, যাত্রাবাড়ী, মতিঝিল, নিউ মার্কেট, বনানী থানার পৃথক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে তাদের গ্রেফতার দেখানো হয়।

তাদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, সাবেক এমপি শাহজাহান ওমর, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, কর্নেল ফারুক খান, শমসের মুবিন চৌধুরী ও সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে