বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৩:১৯

যেখানে ১০০ টাকায় মিলেছে ব্যাগভর্তি বাজার, সিন্ডিকেট ভাঙতে এমন প্যাকেজ চালু

যেখানে ১০০ টাকায় মিলেছে ব্যাগভর্তি বাজার, সিন্ডিকেট ভাঙতে এমন প্যাকেজ চালু

এমটিনিউজ২৪ ডেস্ক: জয়পুরহাট শহরে ব্যক্তি উদ্যোগে গত ২৭ অক্টোবর থেকে ‘একটু সুখের বাজার’ চালু রয়েছে। সেখানে ভর্তুকি দিয়ে হাট-বাজারে চেয়ে অর্ধেক দামে কাঁচা শাকসবজি বিক্রি করা হচ্ছে। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বাজারে আরও বাড়তি ছাড় দিয়ে প্যাকেজ চালু করা হয়েছে। এখন ১০০ টাকায় মিলেছে ব্যাগভর্তি বাজার। এই প্যাকেজ কিনতে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সেখানে ভিড় করছেন প্রতিদিনই।

বাজারের উদ্যোক্তা রাজ কুমার খেতান বলেন, আমি অক্টোবর মাসে নিজে বাজারে গিয়ে শাকসবজির দাম শুনে অবাক হয়েছিলাম। তখন আমার মনে হয়েছে সিন্ডিকেট করে শাকসবজির দাম বাড়ানো হয়েছে। এ কারণে সিন্ডিকেট ভাঙতে নিজেই ভর্তুকি দিয়ে ২৭ অক্টোবর একটু সুখের বাজার চালু করেছি। এটি আগামী রমজান মাস পর্যন্ত চালু রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আমি শহীদ পরিবারের সন্তান। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই উপলক্ষে ডিসেম্বর মাসের প্রতি সপ্তাহে দুই দিন ১০০ টাকায় ব্যাগভর্তি বাজার প্যাকেজ চালু করেছি। আজকে প্রায় দুই হাজার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ১০০ টাকার ব্যাগভর্তি বাজার প্যাকেজ কিনেছেন।

এ বিষয়ে জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী গণমাধ্যমকে বলেন, একটু সুখের বাজার অর্ধেক দামে শাকসবজি পাওয়া যাচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ। এতে অনেক মানুষ উপকৃত হচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোক্তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে