বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৭:৫৪

পুলিশের ১০২ এএসপির একযোগে পদোন্নতি

পুলিশের ১০২ এএসপির একযোগে পদোন্নতি

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ পুলিশের ১০২ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) একযোগে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।  প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন, মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান। 

বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশটি অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদান পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে