বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০৩:১৭

ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল ‘অল সিটিজেনস পার্টি (এসিপি)’ চূড়ান্ত

ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল ‘অল সিটিজেনস পার্টি (এসিপি)’ চূড়ান্ত

মো. সাইফুল ইসলাম : নতুন রাজনৈতিক বন্দোবস্তের আশা জাগিয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলের। সেই দলের সম্ভাব্য নাম ‘অল সিটিজেনস পার্টি (এসিপি)’ চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। 

জানা গেছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। তার জন্য মেট্রোপলিটন পুলিশকেও জানানো হয়েছে।

এদিকে, দল গঠনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আনুষ্ঠানিক ঘোষণার আগে চূড়ান্ত করা হয়েছে দলের নাম ও কেন্দ্রীয় কমিটি। তবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই পদ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নারীরা আসছেন বলে জানা গেছে।-ঢাকা পোস্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে