বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১০:৩২

এবার ১০৫০০ মেট্রিক টন চাল এলো যে দেশ থেকে

এবার ১০৫০০ মেট্রিক টন চাল এলো যে দেশ থেকে

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারত থেকে ১০ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি ভিসিটি ওশান জাহাজ। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে।

আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৩) আওতায় ভারত থেকে আমদানীকৃত ১০ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল  নিয়ে এমপি ভিসিটি ওশান জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

পণ্য খালাস কার্যক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে