বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪৯:৩৩

অবশেষে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ নামেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে

অবশেষে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ নামেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে

এমটিনিউজ২৪ ডেস্ক : ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ নামেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এ নামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে।

এছাড়া জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমও তার ফেসবুক অ্যাকাউন্টেও পোস্ট নতুন রাজনৈতিক দলটির নাম ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ বলে নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি National Citizen Party (NCP)।’

এদিকে বৈঠকে শীর্ষ পাঁচ পদে নাম চূড়ান্ত হয়েছে। এদের মধ্যে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেন, প্রধান সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলমের নাম চূড়ান্ত করা হয়েছে।

বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি।

আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে এ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। তার জন্য মেট্রোপলিটন পুলিশকেও জানানো হয়েছে।

এদিকে এই দলের দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

এর আগে গত বুধবার জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এই সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে