বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২৪:১৩

চিকিৎসাধীন অবস্থায় লন্ডন থেকে যে বার্তা দিলেন খালেদা জিয়া

চিকিৎসাধীন অবস্থায় লন্ডন থেকে যে বার্তা দিলেন খালেদা জিয়া

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সর্বশক্তি নিয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের শত্রুরা এখনও গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সাফল্য নস্যাৎ করার চেষ্টা করছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) লন্ডন থেকে ভার্চুয়ালি বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি লন্ডন থেকে এই সভায় যুক্ত হন।

খালেদা জিয়া বলেন, “আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখনও ফ্যাসিস্টদের দোসররা চক্রান্তে লিপ্ত। আসুন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি। ঐক্যকে আরও বেগবান করি।” তিনি আরও যোগ করেন, "দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের ও ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা।"

আগামী নির্বাচনে সাফল্য অর্জনের জন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যেন আপনাদের এতদিনের আত্মত্যাগ বিফলে যায়।" তিনি আরও বলেন, "ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।”

খালেদা জিয়া তার বক্তব্যে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে আপনারা গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম করেছেন। অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এবং সোয়া লাখ মামলায় জর্জরিত হয়ে এখনও আদালতের বারান্দায় ন্যায়বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এই ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে।”

খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।” তিনি আরও বলেন, “আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সবসময় আপনাদের পাশেই আছি।”

খালেদা জিয়া বাংলাদেশের তরুণ সমাজকে গণতান্ত্রিক পরিবর্তনের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “এখনও ফ্যাসিস্টদের দোসররা ও বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে।”

খালেদা জিয়া দেশবাসীর কাছে প্রতিহিংসা ও প্রতিশোধ নয়, বরং ভ্রাতৃত্ব ও ভালোবাসার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আসুন, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পারিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি।”

খালেদা জিয়ার এই বক্তব্য বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। আগামী দিনগুলোতে দলকে আরও সুসংহত করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতাকর্মীরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে