শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ০৩:৫৬:১৪

কক্সবাজারে এনসিপির কেন্দ্রীয় নেতারা, বরণে হাজার হাজার ছাত্র-জনতা

কক্সবাজারে এনসিপির কেন্দ্রীয় নেতারা, বরণে হাজার হাজার ছাত্র-জনতা

এমটিনিউজ২৪ ডেস্ক : শনিবার দুপুরে কক্সবাজার বাস টার্মিনাল থেকে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেন এনসিপির নেতাকর্মীরা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে কক্সবাজার এসেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তারা কক্সবাজার বাস টার্মিনাল থেকে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ দৌলত ময়দানে পথসভা করবে এনসিপি।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন বলেছেন, “আমাদের কেন্দ্রীয় নেতারা কক্সবাজার এসেছেন। তাদেরকে বরণ করেছে হাজারো ছাত্র-জনতা। আশা করি, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সম্পন্ন হবে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে