শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ০৯:৫৩:১৩

এইমাত্র পাওয়া জামায়াত আমিরের সর্বশেষ অবস্থা

এইমাত্র পাওয়া জামায়াত আমিরের সর্বশেষ অবস্থা

এমটিনিউজ২৪ ডেস্ক : বক্তব্য দিতে দিতেই অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে বক্তৃতাকালে তিনি পড়ে যান।

এরপর কয়েক সেকেন্ডের ব্যবধানে উঠে দাঁড়িয়ে তিনি দ্বিতীয় দফায় ফের পড়ে যান মঞ্চেই। এরপর তিনি আবারও উঠে বসেন এবং বসে বসেই নিজের বক্তব্য শেষ করেন। পড়ে পায়ে হেঁটেই মঞ্চ থেকে নেমে যান জামায়াত আমির।

এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল আমিরে জামায়াতের শারীরিক অবস্থা নিয়ে সুসংবাদ দেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমিরে জামায়াত বর্তমানে সুস্থ আছেন।

আর জামায়াতের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, আমিরে জামায়াতের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে