রবিবার, ২০ জুলাই, ২০২৫, ০১:১৯:৪১

ফোন করে জামায়াত আমিরের অসুস্থতার খোঁজ নিলেন তারেক রহমান

ফোন করে জামায়াত আমিরের অসুস্থতার খোঁজ নিলেন তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে জামায়াত আমিরের অসুস্থতার খোঁজখবর নিয়েছেন এবং তার আশু সুস্থতা কামনা করেছেন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অসুস্থ হয়ে পড়া জামায়াত আমির শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ওই হাসপাতালে গিয়ে এ কথা জানান বিএনপি মহাসচিব।

জামায়াত আমিরকে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বেশ ওয়ারিড (উদ্বিগ্ন)। আপনার অসুস্থতার খোঁজখবর নিতে তিনি আমাকে ফোন করেছিলেন। আপনার আশু সুস্থতা কামনা করেছেন।’

তখন জামায়াত আমির বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমার পক্ষ থেকে সালাম দেবেন।’

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে এ তথ্য জানানো হয়েছে।

রাত সাড়ে ৮টায় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে নিয়ে ওই হাসপাতালে যান। তিনি জামায়াত আমিরের শয্যার পাশে বসে তার সাথে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির শফিকুর রহমান। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। কিছুক্ষণ পর আবারও বক্তব্য দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে গেলে তিনি বসেই বক্তব্য দেন। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে