রবিবার, ২০ জুলাই, ২০২৫, ০২:৩৯:০৪

জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম

জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই দুইবার ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন তিনি। শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত জাতীয় সমাবেশে এই ঘটনা ঘটে।স্কুলের বই

সমাবেশে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই প্রথমবার ঢলে পড়েন জামায়াত আমির। তাৎক্ষণিকভাবে পাশে থাকা নেতাকর্মীরা তাকে সামলে নেন। কিছু সময়ের মধ্যে তিনি উঠে দাঁড়িয়ে বক্তব্য অব্যাহত রাখেন। তবে কিছুক্ষণ পর দ্বিতীয়বারের মতো ঢলে পড়েন তিনি। তখন মাইকে ঘোষণা দিয়ে সমাবেশে উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। এরপর মঞ্চে বসে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ধরে রাখেন।বাংলাদেশী রেস্টুরেন্ট

এর আগে বক্তৃতার শুরুতেই তিনি বলেন, ‘আরও একটি লড়াই আসছে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির মূলোৎপাটন করতে হবে।’

ঘটনার পর জামায়াত আমিরের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আল্লাহ জামায়াতে ইসলামীর সম্মানিত আমিরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে