রবিবার, ২০ জুলাই, ২০২৫, ০২:৫৯:৩৪

নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপিকে ক্ষমা চাইতে হবে: বিএনপি

নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপিকে ক্ষমা চাইতে হবে: বিএনপি

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে নিয়ে ‘বিষোদ্‌গারমূলক’ বক্তব্য প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার দলকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। শনিবার রাতে কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরীর সই করা এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়।

বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, সালাহউদ্দিন আহমদ হলেন মাটি ও মানুষের নেতা, যিনি মনের ভাষা বুঝে রাজনীতির পাঠ নিয়েছেন। ছোট থেকে বৃদ্ধ— যেকোনও বয়সী মানুষ যার জন্য আকুল হয়ে থাকেন। আর সেই মানুষের নামে বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সালাহ উদ্দিন আহমদের মতো জাতীয় নেতাকে নিয়ে অন্য কোনও রাজনৈতিক দলের নেতাকর্মী এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। এটা রাজনীতির জন্য অকল্যাণকর।

এর আগে আজ দুপুরে কক্সবাজারে এক পথসভায় সালাহ উদ্দিনকে কক্সবাজারের ‘নব্য গডফাদার’ আখ্যা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে, সালাহ উদ্দিন আহমদকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের জেরে কক্সবাজার জেলাজুড়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। শনিবার বিকাল থেকে সন্ধ্যায় এসব বিক্ষোভ হয়।

শনিবার দুপুরে কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না।’

নাসীরুদ্দীনের এই বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় শহরের ঘুমগাছতলার পুরনো শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে জেলা ছাত্রদল। এরপর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। একই সময় চকরিয়া, রামু, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় কক্সবাজার-টেকনাফ সড়কে উখিয়ায় বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।

প্রতিবাদের মুখে পূর্বনির্ধারিত ঈদগাঁও ও চকরিয়ার পথসভা করতে পারেনি এনসিপি। শনিবার রাতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। বিক্ষোভ মিছিলে নাসীরুদ্দীনের বিরুদ্ধে স্লোগান ধরে বলা হয়, ‘সালা উদ্দিন আহমদ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’/ ‘জুলাই জুলাই করিস না, জুলাই কারও বাপের না’/ ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’ ইত্যাদি।

বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শনিবার রাতে পোস্ট দিয়ে বলেন, ‘বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ নিয়ে এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্য কক্সবাজারবাসীকে আশাহত করেছে। নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে কি না খতিয়ে দেখা দরকার।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে