রবিবার, ২০ জুলাই, ২০২৫, ০৬:৩৬:১৮

সেনা প্রধানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

সেনা প্রধানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহীনির প্রধান জেনারেল জনাব ওয়াকার উজ্জামানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২০ জুলাই) বিকেলে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে বলা হয়, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল জনাব ওয়াকার উজ জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।’

পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘সেনাপ্রধান জেনারেল জনাব ওয়াকার উজ জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এর আগে শনিবার ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে দিতে মঞ্চেই অসুস্থ হয়ে ঢলে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওই সময় পরপর দুইবার পড়ে যাওয়ার পরও মঞ্চে বসেই বক্তব্য দেন তিনি। পরবর্তীতে সমাবেশ শেষে চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

একপর্যায়ে চিকিৎসা শেষে শনিবার রাত ৯টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন জামায়াত আমির। তবে এর আগে অসুস্থতার খবরে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দীর্ঘ ফোনালাপে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়ার পাশাপাশি তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে