রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১০:০৯:৩৪

বড় সুখবর জাতীয় পরিচয়পত্র সংশোধন ইস্যুতে

বড় সুখবর জাতীয় পরিচয়পত্র সংশোধন ইস্যুতে

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদনের ক্যাটাগরি নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‘ক্রাশ প্রোগ্রাম’ চলাকালে বাতিল হওয়া পাঁচ ধরনের আবেদনের ক্ষেত্রে পুনরায় আবেদন করলে সেটি আগের ক্যাটাগরিতেই বিবেচনা করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ প্রক্রিয়া অনুসরণ করে ক্যাটাগরি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলেও জানায় সংস্থাটি।

রোববার (২০ জুলাই) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন এ সংক্রান্ত চিঠি সব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

নির্দেশনা ইসি জানায়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনসমূহ নিষ্পত্তির নিমিত্ত বিগত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে হতে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ‌‌‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হয়। ক্রাশ প্রোগ্রাম চলাকালে নিম্নরূপ কারণসমূহে কিছু সংখ্যক জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন বাতিল করা হয়।

ইসি আরও জানায়, ক্রাশ প্রোগ্রামে নিষ্পত্তি হওয়া আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সিদ্ধান্ত প্রতিফলিত না হওয়ায়, সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তি পুনরায় আবেদন করলে, সেটি পরবর্তী উচ্চতর ধাপ হিসেবে ক্যাটাগরিভুক্ত না করে পূর্বের ক্যাটাগরিতে (যে ক্যাটাগরি হতে বাতিল করা হয়েছে) নির্ধারণ করে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেওয়া হলো।

(১) প্রয়োজনীয় দলিলাদি চাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারা; (২) যথাযথভাবে আবেদন দাখিল না করা/অসম্পূর্ণ আবেদন; (৩) চাহিত সংশোধন দাখিল হওয়া দলিলাদির সঙ্গে অসংগতিপূর্ণ হওয়া; (৪) সাক্ষাৎকার এ ডাকার পর যথাসময়ে উপস্থিত না হওয়া/অনুপস্থিত থাকা, (৫) সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা, ইত্যাদি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে