এমটিনিউজ২৪ ডেস্ক : ফ্যাসিস্ট সরকারের হাতে প্রথম গ্রেপ্তারের পর নির্মম নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘আমার হাঁটুতে তারা এমনভাবে মারছিল যে, পরের প্রায় দুই সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারিনি। এই নির্মম নির্যাতনের মধ্য দিয়েই আমরা এগিয়ে গিয়েছি।’
সম্প্রতি নিজের নির্বাচনী এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন জানান, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় আন্দোলনের পর তাকে প্রথমবার গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘সেই সময় মোদিকে দাওয়াত দিয়ে আনা হলো। আন্দোলন হলো, অনেকে শহীদও হলেন। ওই সময় প্রথম আমাকে গ্রেপ্তার করল পুলিশ। শাহবাগ থানায় নিয়ে গিয়ে আমার হাত দুটি পেছনে বেঁধে চোখ বেঁধে ফেলল। এরপর একটি গাড়িতে তুলে অজানা স্থানে নিয়ে গেল। সেখানে হাত দুটি পেছন থেকে খুলে ওপরের দিকে বাঁধা হলো, আর চোখ বাঁধা অবস্থায় শুরু হলো নির্যাতন।’
তিনি বলেন, ‘আমার হাঁটুতে তারা এমনভাবে আঘাত করেছিল যে, দুই সপ্তাহ ধরে আমি সিজদা দিতে পারিনি। তবু আমরা ধৈর্য ধরেছিলাম, আল্লাহর ওপর ভরসা রেখেছিলাম।’
এনসিপির সদস্য সচিব আরও জানান, ২০২২ সালেও তাকে আবার গ্রেপ্তার করা হয়েছিল।