শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১০:৫৭:২০

বিচারকের ছেলেকে হত্যা; দরজা ভেঙে ভেতরে ঢুকলে দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে

বিচারকের ছেলেকে হত্যা; দরজা ভেঙে ভেতরে ঢুকলে দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীতে নিজ বাসায় খুন হওয়া বিচারকের ছেলের গলায় শ্বাসরোধ করার চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তাই পুলিশের ধারণা, তাওসিফ রহমানকে (সুমন) শ্বাসরোধে হত্যা করা হতে পরে। এ ছাড়া সুমনের এক পায়ের আঙুল কাটা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় তার ছেলে সুমন হত্যাকাণ্ডের শিকার হয়। সে রাজশাহী গভ. ল্যাবরেট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। 

হত্যাকাণ্ডের বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিচারকের ছেলেকে সম্ভবত শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। তার হাঁটুর নিচে পায়ের আঙুলে কাটা রয়েছে।

এর আগে, হামলাকারীর ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার (৪৪)। এ ঘটনায় অভিযুক্ত লিমন মিয়াকে (৩৫) আটক করে পুলিশ। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া আহত হওয়া দুজনই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারী লিমনের হাতে, মাথায় ও পায়ে জখম রয়েছে। আর তাসমিন নাহারের পেটে এবং ঊরুতে আঘাত রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, লিমন একটি ব্যাগ নিয়ে বাসায় ঢুকে ডাইনিং টেবিলে বসে তাসমিন নাহারের সঙ্গে গল্প করছিলেন। একপর্যায়ে লিমন উত্তেজিত হয়ে তার ব্যাগ থেকে ছুরি বের করলে তাসমিন নাহার দৌড় দিয়ে একটি কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দেন। এ সময় লিমন ১০ থেকে ১৫টি লাথি দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পাশের কক্ষে ঘুমিয়ে থাকা সুমনের শব্দে ঘুম ভেঙে যায়। সুমন উঠে এলে বাসার কাজের মেয়ে তাকে বিষয়টি বলেন। ছেলে ওই ঘরে গিয়ে লিমনকে আটকানোর চেষ্টা করে। তারপরে তাকে ওড়না জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। এর মধ্যে কাজের মেয়ে দৌড়ে বাইরে এসে অন্য ফ্ল্যাটের লোকজনকে খবর দেন।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, বিচারকের স্ত্রী তাসমিন নাহারের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। রাত ৯টার দিকে জানা যায়, হামলাকারীর জ্ঞান ফিরেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। আর হত্যার বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে