মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৬:১৮

ভূমিকম্পে এবার কেঁপে উঠল বঙ্গোপসাগর

ভূমিকম্পে এবার কেঁপে উঠল বঙ্গোপসাগর

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত রাত ১২টা ৫৫ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এর মধ্যেই, বঙ্গোপসাগরেও ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা গেছে।

ইউএসজিএস জানিয়েছে, রাত ১২টা ৫৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনজিন এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দূরে।
 
এই ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে।

এদিকে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ৩৫ কিলোমিটার। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এই ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং বিভিন্ন স্থানে ১০ জনের প্রাণহানি হয়। এছাড়াও, গত ২২, ২৩ ও ২৬ নভেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে