মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৫:২২

'খালেদা জিয়া শুধু দলীয় পরিমণ্ডলের নেত্রীই নন, তিনি ঐক্যের প্রতীক'

'খালেদা জিয়া শুধু দলীয় পরিমণ্ডলের নেত্রীই নন, তিনি ঐক্যের প্রতীক'

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনেক উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখতে পাচ্ছি। বেগম খালেদা জিয়া শুধু দলীয় পরিমণ্ডলের নেত্রীই নন। তিনি ঐক্যের প্রতীক।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে যুবদল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার সুস্থতার জন্য জনগণ আকুলতা প্রকাশ করছে।

এসময় তিনি অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার। সঠিক সময়ে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিলে আজকের অবস্থা হতো না।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। কিছুদিন পরপরই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনসহ ৩টি আসনে বিএনপি প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে